তাপসী লাহা

তাপসী  লাহা
আবিষ্ট

যে মিশকালো ছন্দে রাঙিয়ে দিচ্ছো
ওঠানামার গান
যে পাথরকুসুম বিছানো রাস্তায়
পরিযায়ী  গন্ধরা আবেশের কথা বলে
এমন কোলাজনিবন্ধে এক ক্ষণ
থমকে দাড়াও ব্যালেরিনা।


দণ্ডীপাকের আড়াল ছুঁয়ে
মুহুর্মুহু  খসে পড়েছে
এক যুবতির আকুন্ঠ সোহাগ।
যাবতীয় বীররাগে হিমেল রোদের প্রলুব্ধতা
গ্রাস করেছে  সংকেতের বিরল ভাষা।

আর এমন এক প্রেম
এক নিবেদন
এক নির্ণায়ক পলে দ্বিচারিতারা শুধু
ভোরের শীতার্ত ভ্রুকুটি,
মিলিয়ে যাবে অর্কদীপ্ততায়।

হোঁচট খেয়েও সোনালী রোদের বিকেলরা
ভিজে যাবে সন্তৃপ্তির  সান্ধ্যগীতে।

থমকে দাড়ানোরাও তখন জোনাক আলোয়
মুহ্যমান     নিস্বর্গ  রাতকথা।
           

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ