দীপশিখা চক্রবর্তী

দীপশিখা চক্রবর্তী
 শারদীয়ার রূপ 

শরত মানে নীল ক্যানভাস, সাদা মেঘের ভেলা,
শরত মানে ভোরের হাওয়ায় শিউলি ফুলের দোলা।
শরত মানে কাশবনে আজ শুভ্রতার ডানা,
হারিয়ে যেতে আঁচলে তার,করবে না কেউ মানা।
নরম আদরে পা ভেজাতে শিশিরভেজা ঘাসে,
হৃদয় ভরা আজি আমার মিষ্টি প্রেমের সুবাসে।
শরতেই যে প্রথম দেখা,হাসি চোখের কোণে,
লুকিয়ে রেখে মনের কথা,দেখি আপনমনে।
চারিদিকে সব সাজো সাজো রব,আগমনী গান,
তোর চোখে বেঁধেছিলাম ভালোবাসার তান।
গোলাপি আভায় মুড়ে যখন দিয়েছিলাম উঁকি,
সোহাগে তুই ভরিয়েছিলি,ছিল না কোনো ফাঁকি।
শরতের মেঘ টুকরো হয়ে নামল আমার ঘরে,
মন আমার উড়ে চলে সুদূর নদীর পাড়ে।
ভোরের আকাশ সলাজ যখন লাল নীলের আভায়,
তোমার ছোঁয়ায় সেজে উঠি নবরূপের শোভায়।



দীপশিখা চক্রবর্তী দীপশিখা চক্রবর্তী Reviewed by Pd on সেপ্টেম্বর ২১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.