আমি শুধু ভালোবেসেই গেছি
মূল - ("That I did always love" by Emily Dickinson)
অনুবাদ ~ গৌতম বসু
আমি শুধু ভালোবেসেই গেছি,
প্রমাণও দিয়েছি তোমাকে বারবার;
এতটাই ভালোবেসেছি যে
অবকাশ পাইনি নিজের মতো বাঁচবার।
আমি ভালোবেসে যাবো চিরকাল,
ভালোবাসা যদি জীবন হয়,
তোমাকে বলছি আমি
জেনো, সে জীবন অক্ষয়।
তবু যদি থাকে সংশয়
হে প্রিয়,
আমার হৃদয়ের অব্যক্ত যন্ত্রনা
দেখে নিও।
মূল - ("That I did always love" by Emily Dickinson)
অনুবাদ ~ গৌতম বসু
আমি শুধু ভালোবেসেই গেছি,
প্রমাণও দিয়েছি তোমাকে বারবার;
এতটাই ভালোবেসেছি যে
অবকাশ পাইনি নিজের মতো বাঁচবার।
আমি ভালোবেসে যাবো চিরকাল,
ভালোবাসা যদি জীবন হয়,
তোমাকে বলছি আমি
জেনো, সে জীবন অক্ষয়।
তবু যদি থাকে সংশয়
হে প্রিয়,
আমার হৃদয়ের অব্যক্ত যন্ত্রনা
দেখে নিও।
গৌতম বসু
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২১, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২১, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন