রবীন বসু

 রবীন বসু
 তুমি গৌরী 
[ সত্যনিষ্ঠ নির্ভীক সাংবাদিক গৌরী লঙ্কেশকে নিবেদিত ]

এটা তো উৎসব মাস, উৎসবেই ভরে যাবে ধরা
তুমি শুধু অস্ত্রহীন, রক্তের গালিচা পরে শোওয়া

ঘৃণ্য শকুন দেখি বাড়িয়েছে থাবা, ধর্মের সে নখ
তোমাকে করেছে বিদ্ধ, সত্য ছিল না কেবল সখ

গোঁড়া  হিন্দুত্বের হেলমেট আর কালো কাপড়ের
আড়ালে আমরা দেখেছি সেই ছায়া কাপুরুষের

দাভোলকর কালবুর্গি, এইবার তোমাকেই গৌরী
আবাহনের আগেই বিসর্জনের চার বুলেট তৈরি

তবু তুমি দশাননা,“দশদিক হতে আলো” সত্যের
সে  পাদপীঠে ফেলো,  তাইতো আক্রোশ ওদের

আয়োজন হননলীলার, ধর্মের কিংখাপে মোড়া
ওদের সব মুখগুলো অহরহ আজ দেখি পোড়া

তুমি গৌরী শতরূপা বারবার ফিরে আস নবরূপে
প্রতি জন্মে ধ্বংস কর, শেষ কর এই মহিষাসুরে !



রবীন বসু  রবীন বসু Reviewed by Pd on সেপ্টেম্বর ২১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.