বাংলা আকাদেমি আয়োজিত লিট‌্ল ম্যাগাজিন মেলায় , 'পথের আলাপ'

বাংলা আকাদেমি আয়োজিত লিট‌্ল ম্যাগাজিন মেলায় , 'পথের আলাপ'

গত ১১ই জানুয়ারী শুরু হয়েছে কলকাতা রবীন্দ্র সদন এবং মোহরকুঞ্জে বাংলা আকাদেমি আয়োজিত লিট‌্ল ম্যাগাজিন মেলা ২০১৭ । লিট‌্ল ম্যাগাজিন মেলা চলবে আগামী ১৫ই জানুয়ারী পর্যন্ত । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছে অসংখ্য লিট‌্ল ম্যাগাজিন সংস্থা ।এমনই একটি ছোটো পত্রিকা 'পথের আলাপ 'উপস্থিত ৩৫৫ টেবিলে তাদের পত্রিকার ঝাঁপি নিয়ে । 
বাংলা আকাদেমি আয়োজিত লিট‌্ল ম্যাগাজিন মেলায় , 'পথের আলাপ'


গতকাল মেলার সূচনার সাথে ছিল তাদের বই ও ম্যাগাজিন প্রকাশ অনুষ্ঠান । দুটি বই - শুভদীপ ঘোষের' ফেরৎ পল্লি ' সীমা ঘোষ দের' যুদ্ধ নদী এবং  তাদের পঞ্চম বর্ষের তৃতীয় বিশেষ গল্প সংখ্যা 'যতির পরের গল্প' প্রকাশিত হয় । উপস্থিত ছিলেন চিত্র পরিচালক ও নাট্যকর্মী সৌরভ পালধী ও সমাজকর্মী শতরূপ ঘোষ ।


প্রতিবেদক
 রুমকি রায় দত্ত 
কলকাতা।






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ