দিপংকর রায় (প্রতীক)



 তুমি নেই বলে 

আজ তুমি নেই বলে
আবেগের পরিপাটীতে সত্য ক্ষয়িষ্ণু
চলে ভুলের ঠিকানায়,
জলরঙা চিত্রটা নড়েচড়ে বসে।

আজ তুমি নেই বলে
হৃদয়ের প্রকোষ্ঠ রক্ত আগুনে জ্বলে
বোকা বাহানায়।

আজ তুমি নেই বলে
আমি প্রাণহীন
অনন্ত সজীবতার মাঝেও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ