প্রিয়শিল্প প্রকাশন এবং কবিমন পত্রিকা আয়োজিত বই প্রকাশ ও সাহিত্যানুষ্ঠান

প্রিয়শিল্প প্রকাশন এবং কবিমন পত্রিকা আয়োজিত বই প্রকাশ ও সাহিত্যানুষ্ঠান







৩ জানুয়ারি,২০১৭ (মঙ্গলবার) গড়িয়া বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হল প্রিয়শিল্প প্রকাশন এবং কবিমন পত্রিকা আয়োজিত বই প্রকাশ ও সাহিত্যানুষ্ঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক-সুসাহিত্যিক রামরমণ ভট্টাচার্য, কবি-প্রাবন্ধিক-ভূপর্যটক রমেশ পুরকায়স্থ, কবি-প্রাবন্ধিক কমল তরফদার এবং প্রাবন্ধিক ও সম্পাদক অরুণোদয় ভট্টাচার্য।

  রাজীব পাইন, কবি রমেশ পুরকায়স্থ   
‘প্রিয়শিল্প সম্মান ২০১৭’ পেলেন বিশিষ্ট ব্যক্তিত্ব ও সুচিকিৎসক রাজীব পাইন। প্রকাশিত হল ৭টি কাব্যগ্রন্থ, ২টি উপন্যাস, ১টি গল্পগ্রন্থ, ১টি ভ্রমণকাহিনী ও ১টি ছড়ার বই। ঘোষিত হল জানুয়ারি ২০১৭ প্রিয়শিল্প প্রকাশন থেকে প্রকাশের পথে ১৩টি বইয়ের নাম। তার মধ্যে আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ (‘তমসো মা জ্যোতির্গময়ঃ’)ও স্থান পেয়েছে। 

এরপর কবিতাপাঠে ছিলাম প্রায় ২০জন কবি, সময়াভাবে অনেকেই পাঠের সুযোগ থেকে বঞ্চিত থেকে গেলেন। সমগ্র অনুষ্ঠানটির সুসঞ্চালনায় ছিলেন প্রকাশনার কর্ণধার শ্রী মনোজ বন্দ্যোপাধ্যায় এবং সুস্থ পরিচালনার দায়িত্বে ছিলেন তাঁর সহধর্মিণী ‘কবিমন’ পত্রিকার সম্পাদিকা কবি নন্দিতা বন্দ্যোপাধ্যায়। 



অনুষ্ঠান শেষে প্রিয়শিল্প প্রকাশনার স্টলে সকল কবি লেখক বন্ধুদের মিষ্টি বিতরণ করা হল।



প্রতিবেদন - 
শাশ্বতী সরকার
কলকাতা


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ