উৎসবে মেতেছে বর্ধমান, শুরু হয়েছে বইমেলা ২০১৬

উৎসবে মেতেছে বর্ধমান, শুরু হয়েছে বইমেলা ২০১৬


উৎসবে মেতেছে বর্ধমান, শুরু হয়েছে বইমেলা ২০১৬ । গত ২রা ডিসেম্বর সাহিত্যিক প্রচেত গুপ্ত ও ত্রিদিব চট্টোপাধ্যায়ের শুভ উপস্থিতিতে শুরু হয় ৩৯ তম বর্ধমান বইমেলা । অভিযান গোষ্ঠী আয়োজিত এই বই মেলার আজ তার তৃতীয় দিন, চলবে ১১ই ডিসেম্বর রবিবার পর্যন্ত ।

মেলা প্রাঙ্গণের মধ্যস্থলে সাহিত্যিক মহাশ্বেতা মঞ্চে প্রতি সন্ধ্যায় আলোকিত হচ্ছে বিভিন্ন শিল্পীর শিল্পকলায় । তৃতীয় দিনে বই প্রেমিদের উপস্থিতি চোখে পড়ার মতো ।



উৎসবে মেতেছে বর্ধমান, শুরু হয়েছে বইমেলা ২০১৬




প্রতিবেদক -
রুমকি রায় দত্ত 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ