চুঁচুুড়া লি ট্ ল ম্যাগাজিন মেলা ২০১৬

চুঁচুুড়া লি ট্ ল ম্যাগাজিন মেলা



চুঁচুড়া বক্সিং গ্রাউণ্ডে শুরু হল চুঁচুুড়া লি ট্ ল ম্যাগাজিন মেলা। ৩রা ডিসেম্বর এই মেলার উদ্বোধন করেন কলকাতা লি ট্ ল ম্যাগাজিন গবেষণাগারের প্রতিষ্ঠাতা সন্দীপ দত্ত। এই মেলার বিশেষত্ব হল, খোলা আকাশের নীচে স্টল।  একেবারে ঘরোয়া পরিবেশ। মেলায়  প্রায় ত্রিশটি  লি ট্ ল ম্যাগ পত্রিকা এই মেলায় অংশগ্রহণ করেছে।

এখন বিভিন্ন জেলায় শুধু নয়, জেলার মধ্যেও অনেক জায়গাতেই লিট্ ল ম্যাগাজিন মেলা হচ্ছে। এটা খুবই ইতিবাচক দিক। একসময় কলকাতা বাদ দিয়ে যখন মফস্বল অঞ্চলগুলোতে বইমেলা হত, তখন ভাবা হত, এটা কী সম্ভব? এখন সেটা সম্ভব হয়েছে। এবার শুরু হয়েছে লিট্ ল ম্যাগাজিন মেলা। এই ধারাও আস্তে আস্তে একটা বিশেষ জায়গা করে নেবে।






প্রতিবেদক - 
হরিৎ বন্দ্যোপাধ্যায় 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ