আগামী ১৯ শে ডিসেম্বর বিকেল ৫:৩০ টায় পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির জীবনানন্দ সভাঘরে "কালকথা" আয়োজিত সাহিত্য সন্ধ্যায় প্রকাশিত হতে চলেছে, এই সময়ের উদীয়মান তরুণ কবি শুভ আঢ্য'র দ্বিতীয় কাব্যগ্রন্থ ''ব্লেড রানার'' ।
ধানসিড়ি থেকে প্রকাশিত ''ব্লেড রানার'' নামের সিরিজটি কিছুটা রোমহর্ষক কাহিনীকেন্দ্রিক। কবির কথায়, অস্কার পিক্টোরিয়াসের ঘটনাটির আবহে এক সকালে আনন্দবাজারের প্রথম পাতার একটি ছবি থেকেই লেখাটির ভাবনা এবং সুতো বোনা শুরু।
![]() |
| শুভ আঢ্য |
শেষ হচ্ছে অন্ধের কবিতা যা কিছু নামের সিরিজ দিয়ে, অর্থাৎ যা কিছু না দেখা থেকে আসে।
বইটি পাওয়া যাবে - ধানসিড়ি প্রকাশনী, ধ্যানবিন্দু, কলেজস্ট্রীট, ফ্লিপকার্ট, আমাজনে।
মুল্য - ৯০টাকা।
ব্লেড রানার, ১৯ শে ডিসেম্বর
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৭, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৭, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন