সফিউল্লাহ আনসারী
বিজয় আমার
বিজয় আমার বাংলাদেশের
অস্তিত্ব ফিরে পাওয়া
বিজয় আমার এ মাতৃভুমির
নির্ভয়ে গান গাওয়া।
বিজয় আমার বীর বাঙালীর
সবচেয়ে সেরা পাওয়া
বিজয় আমার এদেশ স্বাধীন
পাল তোলা নাও হাওয়া।
বিজয় আমার পরম পাওয়া
শ্যামলীমা প্রান্তর
বিজয় আমার চরম উচ্ছাস
ভালোবাসা-অন্তর।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন