ভিন্ন ঘরনার প্রযোজনা '' একান্তে মৌমিতা ''

ভিন্ন ঘরনার  প্রযোজনা '' একান্তে মৌমিতা ''

সাহিত্য সংস্কৃতি জগতে একটি পরিচিত নাম মৌমিতা ঘোষ। প্রখ্যাত এই বাচিক শিল্পী যেমন একজন বিশিষ্ট কবি, তেমনি প্রখ্যাত সঞ্চালক আবার পাশাপাশি  অসাধারণ ইভেন্ট ম্যানেজার। প্রখ্যাত এই শিল্পীর অনুষ্ঠান মানেই গ্রাঞ্জার, আর নতুনত্ব।  

শাস্ত্রীয় সঙ্গীত কে সঙ্গী করে, সারেঙ্গির করুণ অথচ মনের গভীরে নাড়া দেওয়া সুরের ভেলায়, তবলার তালে তালে বাচিক শিল্প কে অন্য একটি উচ্চতায়  পৌঁছে দেওয়া মৌমিতা ঘোষের অভিনব একটি একক প্রযোজনা '' একান্তে মৌমিতা '' ।

সহশিল্পী:কোরক বসু, গানে: মীনাক্ষী মজুমদার ও প্রচেতা চট্টোপাধ্যায়, তবলা: সুনয়না ঘোষ, সারেঙ্গিতে আল্লারাখা কলাওয়ান্ত, সিন্থেসাইজার: দেবাশিস ভট্টাচার্য, আবহ: জয়জিৎ ঘোষের সহযোগে একক আবৃত্তিতে  ভিন্ন ঘরনার  প্রযোজনা '' একান্তে মৌমিতা '' অনুষ্ঠিত হতে চলেছে আগামী  ৮ জানুয়ারি, সন্ধ্যা ৬টায়,  জ্ঞান মঞ্চে। 


























ভিন্ন ঘরনার প্রযোজনা '' একান্তে মৌমিতা '' ভিন্ন ঘরনার  প্রযোজনা '' একান্তে মৌমিতা '' Reviewed by Pd on ডিসেম্বর ২১, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.