সখ্য
চেনা ঝগড়া গুটি ভেঙ্গে নতুন সকাল
স্বান্তনা অন্তরীপে কয়েক মুহূর্ত আগে পরে দেখা হচ্ছে
আমাদের কক্ষপথে চাঁদ সূর্য নেই ছিলও না কোনোকালে
কয়েকটি হ্যালো অন্তর্গত আর একান্ত হয়ে থাকে বরাবর
কয়েকটি চোখের অভয় আর নীরব সঙ্গদান ধ্রুব
আমাদের ঘূর্ণায়মান সমস্যা প্লেটোনিক ঘটমান বর্তমান
স্যাডিস্টিক ভাবনার প্রাপ্তবয়স্ক যৌনতা সকল
মৃত্যু ফ্যান্টাসি ব্যক্ত করার একটাই ভেন্টিলেটার
স্বান্তনার চেয়ে ক্রমশ বড় হয়ে উঠছে সখ্য
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন