মৌমিতা ঘোষ

মৌমিতা ঘোষ

পারাপার

আমার সবটুকু ঘিরে আছ অনিমেষ
শরীরে র অলিগলি, ঘুম রাত,
চুম -ভোর ,কেজো দিন, অকাজের  অক্সিজেন।
কাছটুকু থেকে ছড়িয়ে পড়া
দৈনন্দিন দূরত্বে ঐ ঘিরে থাকাটা থাকে।
এক জন্ম পার করে আসি রোজ
নতুন জীবন রাখা থাকে তোর কাছে
এক জন্মের গভীরে
চোখের চাওয়ারা বিছানো থাকে
যে পথে তুমি একা হাঁটতে থাকো
একা....বিষণ্ণ.....

আমার সবটুকু ঘিরে আছ অনিমেষ
তোমার আদরে সোহাগে
ঘুম ভাঙা মেসেজে,
কফির অপেক্ষা য়,
শ্রেষ্ঠ সময়ে হাত রেখে
ভেঙে পড়া সময়ে কাঁধ ছুঁয়ে
আছ....ঘিরে আছ।

এর ই নাম অনন্ত...
প্রেম বলে ডাকে কেউ কেউ






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ