দেবাশীষ মন্ডল

দেবাশীষ মন্ডল


দ্বৈত সন্দেশ 

আমাকে ''রোদ্দুর" বুঝিয়েছিল রিক্তা কারাত।
সেই ইস্তক সদ্যজাত শিশুর মতোই জেনেছি অন্দরমহল।
রিক্তা ভাল কবিতা লেখে,
শুধু এটুকু পরিচয়ই আমার কাছে যথেষ্ট ছিল।

একাকী অথবা দলবদ্ধ বিচরণে
শিখ বৌদ্ধ খ্রিষ্টান, না ধর্ম ভাবিনি
ভেবেছি মানুষ।
খদ্দরের মত শুধুমাত্র দেশজ পন্যে সীমাবদ্ধ
থাকার সময় এখন শেষ
বিশ্বাস তাই সামগ্রিক, পৃথিবীজাত......


মেঘ 

চিলেকোঠার গায়ে ম ম শৈশবগন্ধ লেগে আছে। 
কিছু শুকনো মেঘ চাক্ষুষ করব বলে ছাদে নেমে এসেছি। 
আকাশ জুড়ে নীললাল বিচিত্র রঙে হাজারো পতাকা,
ছন্দময় নিয়ন্ত্রণের পর 
ওরা একে একে মেঘ হয়ে পৃথিবীতে ফিরে আসে।
দুরন্ত ছেলেবেলা 
'ভোকাট্টা' শব্দে নদীনালা খালবিল এক করে দৌড়য় 
মেঘ ছোঁবে বলে.....

                        


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ