নন্দ ঘোষ, তোমাকে...
সবার সামনে, হাঁ করে তাকিয়েছ,
পেয়েছ অসভ্য নাম
"সুন্দর! সুন্দর!" চেঁচিয়ে পাড়া মাত
আরে পাগল নাকি?
রঙকানা, লাল সাদা চেনা যায় না
এসবে কি যায় আসে?
হুকুম করেছো, সর্বনাশা চোখ সরা
সরা বলছি,
ধোয়া তুলসীপাতা সব কথা শোনে।
এখন বন্ধ চোখে মরা সমুদ্দুর, তুমি
ওই দূরের অববাহিকায় বাধ্য চলমান
তোমার দিকে নিশানায়,
তর্জনীদের বিপদ, শেষ কটা ঢেউ
নিঃশ্বাস ফেলে এখনো।
মোটমাট, তোমার সব দোষ
নিজের দিকে রিডাইরেক্ট করে নেবো
একবার শুধু চীৎকার করে "ভালোবাসি" বলো,
প্লীজ...!
পৃথা রায় চৌধুরী
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৫, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৫, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন