শুভদীপ ভট্টাচার্য্য



বেঁচে থাকা

মরুভূমিতে বসবাস --
নাভির স্পর্শে গরম বালি
তোমার মুখে রুক্ষতা
তোমার বুকে অনটনের স্পষ্ট ছাপ।

তবুও বেঁচে থাকা -
বেঁচে থাকাটা জরুরী ।

দাবদাহের পরও উষ্ণতার কামনা কেন !

সেদিন বৃষ্টি এল...
ভিজিয়ে দিল...
ডুবিয়ে রাখলো অনেক্ষন
তুমি ভাসতে ভাসতে পা রাখলে নরম মাটিতে ।

সহবাসের পরও আল্ত স্পর্শের বাসনা কেন !

বাঁচতে তবু হবেই
বেঁচে থাকাটা জরুরী!

এইভাবে কয়েকদিন মরুভূমি
কয়েকটা ভারী বর্ষন
ভেসে যাওয়া -ঝলসে যাওয়া -কাছে আসা
শেষমেশ বেঁচে থাকা ...

বেঁচে থাকাটা জরুরী?


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ