নাসির ওয়াদেন



✝ খিস্টের উত্তরাধিকার ✝
   
শতাব্দীর আলো-ছায়ার তৃষ্ণা বৃষ্টি
ঝরে পড়ে  মহেঞ্জদড়োর সমাধিতে
অগোছালো শহরগুলোতে ভাসে শীতের জল
সৌখিনতা ভালবাসা বাঁধে হরপ্পার গলিতে

উষ্ণতা ফিরে ফিরে আসে আর্য-অনার্যদের দেহে-

ঐহিক আবদার নিয়ে রাত্রি অন্ধকার
বেথেলহেমে ঘোড়সওয়ার হবে ভোরের রাগে •••
ভবিষ্য প্রজন্ম ধুলো উড়িয়ে ছাই খাচ্ছে
শ্রম-খই কুড়োচ্ছে ক্লান্ত গজ-কচ্ছপ লড়াই

ফুল ফুটেছে খ্রিস্টের ক্রুশ বৃক্ষের বুকে
রক্ত ঝরে শিশু উত্তরাধিকার অহংকারে
একদিন ক্রুশও সারি সারি অপেক্ষারত ছায়া শরীরে ।।

নাসির ওয়াদেন নাসির ওয়াদেন Reviewed by Pd on ডিসেম্বর ২৫, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.