✝ খিস্টের উত্তরাধিকার ✝
শতাব্দীর আলো-ছায়ার তৃষ্ণা বৃষ্টি
ঝরে পড়ে মহেঞ্জদড়োর সমাধিতে
অগোছালো শহরগুলোতে ভাসে শীতের জল
সৌখিনতা ভালবাসা বাঁধে হরপ্পার গলিতে
উষ্ণতা ফিরে ফিরে আসে আর্য-অনার্যদের দেহে-
ঐহিক আবদার নিয়ে রাত্রি অন্ধকার
বেথেলহেমে ঘোড়সওয়ার হবে ভোরের রাগে •••
ভবিষ্য প্রজন্ম ধুলো উড়িয়ে ছাই খাচ্ছে
শ্রম-খই কুড়োচ্ছে ক্লান্ত গজ-কচ্ছপ লড়াই
ফুল ফুটেছে খ্রিস্টের ক্রুশ বৃক্ষের বুকে
রক্ত ঝরে শিশু উত্তরাধিকার অহংকারে
একদিন ক্রুশও সারি সারি অপেক্ষারত ছায়া শরীরে ।।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন