মাধব রায়



পাবে না সময়

মোদের আশাতীত প্রণের উদ্ভাবনা,
বিদ্বেষনার  যন্ত্রনায় আজ কাঁতরাছে-
অসহণীয় যন্ত্রনার মাঝে কি যে ভয়াবহতায়
জীবন চলার পথে সর্বদা শঙ্কিত ।

আজও মান-সম্ভ্রম আমাদের দুর্বিত্তের দ্বারস্থ -
অপার সম্ভাবনার প্রাণ ভুলুন্ঠিত হচ্ছে বার বার ।
এখন ধর্য্যের বাঁধ ভেঙ্গেছে আমাদের ।
এবার অসীম দৃঢ়তায় রুখে  দাঁড়াবো আমরা,
শক্ত হাতে করবো প্রতিকার ।

ওরে নর পিশাচের দল দুর্বিত্তকারী দুরাচার-
জেনে রাখো তোমরা-
সহিষ্ণুতা আছে বলেই দুর্বল ভেবনা আমাদেক ।
আর উতপ্ত করনা এ দেশ - এ দেশের মা-মাটি মানুষগুলোকে ।
রক্ত দিয়ে এনেছি এ দেশের স্বাধীনতা রক্ষার তরে দিবো প্রাণ ।
তবুও তোমাদের বিষ দাঁত ভাংতে কুন্ঠিত হবো না কখনো ।
ধ্বংস যজ্ঞোর আহুতি দিওনা আর -
জেনে রাখো, যজ্ঞের অগ্নিষ্ফুলিঙ্গ জ্বলবে যখন
তোমাদেক পুড়ে করবে ছাড়-খাড় ।
তখন অস্তিত্বটুকু থাকবেনা তোমাদের ।
নি:শ্বাস ছাড়ার সময় পাবে না আর ।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ