এই বাংলাদেশ বিপন্ন পাখির মতন
প্রগাঢ় রোদ্দুরে এঁকে দাও গাছপালা, দেহমন
ছায়ার ভেতরে ঝরে পড়ুক উন্মুক্ত গ্লানি
মানুষের মতো বাঁচবো বলে-
সঙ্ঘবদ্ধ মিছিলে হেঁটেছি অনেক কাল
নিমগ্ন অর্বাচীন প্রেমিকের মতো
হারিয়েছি অর্ণগল দুরন্ত যৌবন
প্রকৃত দেশপ্রেমিক
প্রগাঢ় রোদ্দুরে এঁকে দাও গাছপালা, দেহমন
এই বাংলাদেশ বিপন্ন পাখির মতন
প্রগতির আধপোড়া কাঠ
স্ফূরিত মেঘ দেবে তমোহীন বৃষ্টি
লাঙল ও লাঙলের তর্জমা
প্রগাঢ় রোদ্দুরে এঁকে দাও গাছপালা, দেহমন
ছায়ার ভেতরে ঝরে পড়ুক উন্মুক্ত গ্লানি
মানুষের মতো বাঁচবো বলে-
সঙ্ঘবদ্ধ মিছিলে হেঁটেছি অনেক কাল
নিমগ্ন অর্বাচীন প্রেমিকের মতো
হারিয়েছি অর্ণগল দুরন্ত যৌবন
প্রকৃত দেশপ্রেমিক
প্রগাঢ় রোদ্দুরে এঁকে দাও গাছপালা, দেহমন
এই বাংলাদেশ বিপন্ন পাখির মতন
প্রগতির আধপোড়া কাঠ
স্ফূরিত মেঘ দেবে তমোহীন বৃষ্টি
লাঙল ও লাঙলের তর্জমা
বিপ্লব পাল
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৬, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৬, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন