বিশেষ বিশেষ
১।
আধখানা আপেলের মত
আধখানা চিঠি
যাবজ্জীবনের মেয়াদ গুনছে
২।
চাঁদের আলোয় আঁকছিল ঘর,
আর
একটা সরু নদী।
সন্তান সন্ততি ঘুমে কাদা।
জারোয়া হাওয়ায় মাতাল বিলাসবাবুর
বাড়ির মত নয়
একটা ঘর আর একটা সরু নদী
রাত জেগে বসে থাকে
বিশ্বাস করতে পারছে না কেউ কারো কে
৩।
এই আনচানগুলো বেশ পরোপকারী
স্বাস্থ্য সচেতনও
ভিকট্রি স্ট্যান্ডের ওপর তিনটে মেডেল রেখে গেছে
লক্ষ্মী সরস্বতী
৪।
যে মানুষটা বেগন স্প্রে গিলে নিয়েও এখনও বেঁচে
যে মানুষটা যথার্থ প্রেমিক হতে চেয়ে
বরযাত্রীদের আপ্যায়ন করেছিল
তার দৃষ্টিতে সেই আপ্যায়ন এখনও রয়ে গেছে
৫।
সিলিকন বুকে আপত্তি না থাকলে
পাঁচমাথার মোড়ে খুঁজে নিন।
৬।
রেক্টামের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছিল যারা
তারা কবিতার বিষয় নয়,
আসলে কবিতার বিষয় উত্তরণ
চাঁদিয়াল
দেখা হয় হৃদের কিনারে...
শেষ বিকেলের ডানা ছুঁয়ে
হাই ভোল্টেজ তারে
ফিঙের সংসার দোলে
ডুবে যাওয়া কার একগুঁয়ে
উড়াণ খরচ করে
দ্বাদশী চাঁদের বাঁকা ভুরু
তবুও খরচ হই
তবুও খরচ হও
শহুরে ভিড়ের ভবঘুরে --
আকাশী রঙিন কথা,
কথা বিনিময়ে কী তুখোড়!
ছুঁয়ে ছুঁয়ে ফিরে যাওয়া
যদিও একটু পাওয়া
একা একা শুধু রাত জাগা
কখন ঘুড়ির ভিড়ে
পেটকাটি নীল ছিঁড়ে
এক টুকরো যামিনী বিভোর,
সেই ছেঁড়া সেই রঙ
দোয়াত উপুর করে
ছুপিয়েছে আকাশ নগর।
বিদ্যাপতির ঘরে অনুনয় বাস করে
বাতায়নে সাঁঝ আসে ফিরে,
ফেরার কথারা সব
আকাশ নাটিকা দেখে
আমি কাঁপি ধীর সমীরে -
বিদিশা সরকার
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৫, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৫, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন