সৌরভ মজুমদার

সৌরভ  মজুমদার

মনে আছে তোর

মনে আছে তোর, সেদিনের কথা ভালো
খেলার বেলায় তুই যে বালিকা বৃষ্টি,
জল ধারাপাতে অক্ষর লিখি কপোলে
ও মেয়ে, তুই মেঘ হয়ে গেলি কেমনে -
বাষ্পশয্যা পাতা হবে বুঝি আজিকেই !
খোলা আকাশের আঙিনায় সাজসজ্জা,
কবোষ্ণ তুই, আগুনই ধরতে চাস
গলে যেতে যেতে শরীরবিন্দু ধারায় ।
শাখা প্রশাখায়, অলিতে গলিতে জল
ওই মেয়ে তোর চোখ কেন ছলছল
ওই মেয়ে, তুই আমার আকাশ হবি ।
নিংড়ে আনবো দাবানল এই ভোরে,
নিজের কোটরে ধরবি প্রথম সূর্য
সাগর হাসবে ভ্রূণক্লান্তির ওপারে ।।






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ