নাসির ওয়াদেন

নাসির ওয়াদেন

নিরপেক্ষ সময়

নিরপেক্ষ সময় বলে কিছু নেই
শুধু মায়াবী আগুন জ্বলে
অন্ধকার গাঢ়তর হয়ে
সত্যের কাছে আত্মসমর্পণ করে

ভদ্র জোৎস্নার ভেতর উজ্জ্বল
শস্যেরা দাপাদাপি করে উঠোনে --

ক্ষুধাতুর চাঁদ চুষে অবিবাহিত
যৌবন রস••••

নিরপেক্ষ সময় বলে কিছু থাকে না
নিরপেক্ষতা সর্বদাই  আপেক্ষিক ---


ঈশ্বরের পদচিহ্ন 

একটি ছায়া ক্রমাগত হেঁটে যাচ্ছে 
সূর্যের ভরকেন্দ্রের ভেতর 

অস্পষ্ট জোৎস্নার বুক ছুঁয়ে 
ছায়ানদী বইছে উরু দিগন্তে 

সিড়ি হেঁটে যাচ্ছে আলোছায়া পথে 
বৃত্তের কৌণিক বিন্দুতে ছাদ 
ছায়াহীন আলোকবিম্ব স্তূপের 
শীত চাদর জড়িয়ে কাঁপে---

এখনই রাত আসবে, চৌহদ্দির ভেতর 
আলো জ্বলবে অস্থিরপাতার শব্দে 

ছায়াগুলো অপসৃত হতে হতেই 
মিলে মিশে আঁকে ঈশ্বরের পদচিহ্ন  ।।

সময়ের মোমবাতি

ঘুম দিনে দিনে বেড়ে যাচ্ছে 
সাবালক ঘুম হাঁটে অন্ধকার ঘুমের ভেতর 
প্রাতঃকৃত সারে লালপাহাড়ির শীতল ছায়া 
অপসৃয়মান ছায়া ছোটে রোদের উল্টো 
মানুষের আগে আগে 
সময় পেলেই সান্নিধ্য ছেড়ে আলো 
মিশে যাচ্ছে সন্নিহিত কোণে 

বিকেলের রোদ হাঁটে ছায়াদের পেছনে 
বাউলের ছেঁড়া আলখাল্লায় 
বাংলার ধুলো, লাল মাটি মেঘ হয়ে 
নেমে আসে আবেগের হ্রদে 
বৃষ্টি কৃষিকাজ জানে•••••

কেউ কখন এগিয়ে যায়, কেউ বা পেছনে 
সময়ের মোমবাতি ভালবাসে স্মৃতি  ।।


জীবন

জীবন ত্রিভুজ সদৃশ ত্রিনয়নী 
অভিমানগুলো ক্রমাগত অতিভূজ  হচ্ছে 
ভৃমি লুটিয়ে পড়ছে সময়ের বন্ধনে 

সমকোণী দৃষ্টি দেখার চেষ্টা করছে 
তথাপি, ভৃমিকে লম্বের সমান করা যাচ্ছেনা ।

জীবন নিষিদ্ধ ফলের আকর্ষণে গাছতলায় ছুটছে ।। 






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ