অনিরুদ্ধ দাস

অনিরুদ্ধ দাস


আবহমান হেমন্তিকা

ওই আদিবাসী যুবতীর
পায়ে লেগে আছে--আবহমান কাদা
পরণে ধানরঙা শাড়ি,
আমি তার জন্য কোন
যৌনগন্ধি শব্দ পাই না,
শুধু শিশিরজলে
পা ধুয়ে ---তাকে
'মুঠ-আনা'-র মতো বরণ করি
জলের ধারা দিয়ে

দু ছিলিম গাঁজা টানলেও
তার গায়ে ভাতের-ই গন্ধ পাই '
আহা!  তুমি হেমন্তিকা!

চোখে সাদা বালি নিয়ে
রোজ যে আদিবাসী রমণী
বাবুদের সাথে পাঁক মাখে,
সেই-ই  ইভ--- আদিমাতা!

তোর বাতাস পুরুষ হলে
তুই এক দুপেয়ে  উজবুক


শ্বাশত বিষয়

নিজেকে ভাঙতে ভাঙতে বুঝি
এই দু:খ একটি শ্বাশত বিষয়,
নতুন কিছু নয় ;

প্রবল বৃষ্টির পর
পূর্ণিমার চাঁদ আসতে পারে,
সামান্য ব্যাঙ ডাকা সন্ধ্যায়
জলন্ত চিতাও আসতে পারে

ধানের মতো জন্ম নিয়েছি
মাঠে জন্ম মৃত্যু থাকতে পারে,
আবহমানের কাদা পায়ে ---
আমি লাঙল চালাই...

শূণ্যতা নেই...
পাতা ঝরে পাতা গজাই,
গায়ে দামাল হাওয়া আটকে থাকলেও
মেঠো আলপথেই হাঁটতে হয়
বাপ ঠাকুরদার মতো ;

এই সুখ দু:খ একটি শ্বাশত বিষয়...
নতুন কিছু নয়




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ