যুদ্ধ
মুখোমুখি এসে দাঁড়াও
- আঘাত ও বৃষ্টি।
বদলা নিতে জিভ লাগিয়ে
জ্বালিয়ে দাও অগ্নি চুম্বন।
আটকে রেখোনা চুরমার,
দমন কোরোনা রিপুস্নান রতিরঙ্গ।
প্রতিদ্বন্দীতায় নামো বরং,
এসো –
নির্লিপ্ত বিছানাকে রক্তাক্ত করি।
শান্তি
এই যে শোনো আলুথালু তুমি।
তোমার কপালের ঘসে যাওয়া সিঁদুরে জ্বর
দরজাকে খুলে দিয়েছে ,
নিষধের চৌকাঠ পেরিয়ে।
ওগো খোঁপা খুলে ছড়িয়ে যাওয়া
যুগল কুচমুগ্ধ সুগন্ধ ঘাম......
নাম মনে রাখতে চাইনা তোমার,
শুধু তোমার রণক্ষেত্রের দিব্যি দিয়ে বলছি
পরিতৃপ্তির পর, পেয়ে যাওয়ার পর , এবার -
একটু নিশ্চিন্তে ঘুমাতে পারি।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন