ক্রমশ ব্ল্যাকহোলে
পরিযায়ীর ডানা চড়ে কোথায় চলেছে মানবতা?
ওরে পরিযায়ীর,তুই জানিস নাকি?
নাকি তুইও গাধা সেজে মোট বয়ে চলেছিস?
হ্যাঁ-রে মানবতা;তুই তো জানিস নিশ্চই -
তুই-ই বলে দে না,কোথায় চলেছিস সেজেগুজে?
পৃথিবীর ওই'পারে সেই জগতে-
মানুস যেথা ফানুস হয়নি আজও…
নাকি,শুধু মুখ লুকাবি বলেই-
খুঁজে চলেছিস নিশীথ কালো আঁধারের।
তোর আর লজ্জা পেয়ে লাভ কী বল?
সবাই তো মুখোশধারী,
মুখোশ পরে মানুষ সেজে সুট-বুট আর টাই!
না পালালেও হারিয়ে যাবি কালের নিরুদ্দেশে
হারিয়ে যাচ্ছে সভ্যতার মানবতা
…ক্রমশ ব্ল্যাকহোলে।
…কে জানে
চোখের আলোয় আঁধার ভেঙ্গে রাস্তা গড়ার চেষ্টা
করে চলেছি… নোনা জল ভিজে
রাস্তার নুড়ি-পাথর-কাঁটা আর ভাঙ্গা কাঁচ
কামড়ে ধরে নগ্ন পা
আমার লাল রক্ত খুব মিষ্টি লাগে ওদের।
আহা! আঁধার মাঝে ফুলের কি সুগন্ধ!
কি জানি? কত দূরে? কোন্ִ খানে?
আঁধার পাহাড় ভাঙ্গতে পারিনি আজও
কত দিন! কত মাস! কত বছর!
… কে জানে!!!
সুদর্শন প্রতিহার
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন