অনুপম চ্যাট্টার্জ্জী

anupom

এবং প্রেম 

পীঠস্থানের জ্যোতির্ময়ে চুপ করে যাই ,
চুপ করে যাই অগ্নি-গিরি , খেয়াল-পরী ;
তিরস্কারে জ্বলে জীবন , চাঁদের আলো ,
দু-চোখ জ্যাঠা ,  চীনামাটির রূপ দেখাল ।

উপযুক্ত তৃপ্তি আশায় জীবন-ছিলা ,
জটিল , তোমার ব্যতিরেকে ন্যস্ত বরণ ;
সাধারণের হিসাবি-মাস যাত্রীবাহী ,
তৃণভোজীর ব্যঞ্জনাতে আকাশ-মারণ ।

ঘ্রাণেন্দ্রিয় ,টাট্টুঘোড়া - আলোড়নে
স্মৃতির কণা নাকাল করে মুষ্টিমেয় ;
প্রাকৃত সব উপায় যখন সন্তোষী-মা -
জীব-জগতই - আশার ছলে দাবার-স্নেহ ।

বিপদ বুঝে অন্ধকারের নিদ্রা আসে
বিকট আকার যোগ-ত্রয়ের আস্তাবলে ;
অর্পিত সব অশ্বারোহী ভরসা জোগান ,
যদিও তখন গভীর রাতে ব্যাঙ ডাকে না ।

নিঃশব্দ - অশোধিত , উঁচুদরের -
ইস্তাহারের আবেশ লেগে অবাঞ্ছিত ;
উপায় কেবল পাতলা খরচ প্রবৃত্তিতে
যদিও তখন অশ্বারোহীর মান থাকে না ।

প্রাণ থাকে না দাবার স্নেহ অতিক্রমণ ,
দিক-চালনা নাকাল করে বুনো-আঁধার ;
তখন 'তারা'-তৃপ্তি সাধন ব্যঞ্জনাতে
জীবের সাথে চীনামাটির ভাব থাকে না ।


কবি কাকাতুয়া এবং প্রতিশ্রুতি 

১।
মনের নির্মোক দোলায় 
শিশিরের মাকড়সা এবং সামাজিক লোভ । 

কবি কাকাতুয়া 
মদন ভস্মের প্রাথমিক লিপি ; 
তোমাকে দেবো প্রেম ,  
শর ও স্বর গোলাপ ;  

কোনো রামী রজকিনী , ডাকের চিঠি , 
কয়েকটি অক্টোপাস , কিছু চ্যাপ্টা তালি , 
অন্তঃকরণের মেঘমল্লার আর অসহযোগ ; 

বাঁশির কসাই , কণ্ঠের মালাকার , 
বহু-ভাষিক পৃথিবী যেমন 
তেমনি তোমাকে দেবো শাঁখের শব্দ----- 
বাজাবো বিকার ; 

অবিকল নীড়ের পালক , আর 
বিচালির বুক দেবো - মন রাখবার । 


২।

ফিঙের পালকে আগুন লাগলে  
যতখানি আয়না দোলায় শীতল চাঁদ ,
অনেকটা তেমনই পথ ; 
আর কিছু না হোক আমি আমাতেই সৎ । 

পাতার চিবুকে করে জল তুলে ভেজাবো 
চোরা শিকারি-নখের মাল্লা পলক 
নামাবলী হারেম-খানায় , 
গুহার চিত্রলিপি চুম্বন ; 
থাকবো সাথে গঙ্গোত্রী - মোহনায় । 

রাত পেড়ে এনে দেবো , 
দিন ছিঁড়ে রাখব ভ্যানিটি ব্যাগে এবং 
গ্রহান্তরের পেপার কাটিং ; 

শুধু তোমারই জন্য পাথরের গাঙচিল ওড়াবো , 
মিউজিয়ামের সুখ ; 
শুধু তোমারই সাথে খেলবো --- 
হাট্টি-মাটিম-টিম ।  


অনুপম চ্যাট্টার্জ্জী অনুপম চ্যাট্টার্জ্জী Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.