প্রণব বসুরায়

pranab

পায়েস রান্নার কৌশল 

সুগন্ধ পাচ্ছি, তাই কাছাকাছি ফুল আছে
---ধরে নিলে ভুলের সম্ভাবনা থেকে যায়।
আমরা সঠিক জানি না মুখে মুখ দিয়ে
কখন চুমু খেতে হয়, কখন কামড়

তুমি তো বাচিক শিল্পী,
গানে অথবা পাঠে টেনে রাখো
উঠি- উঠি শ্রোতা ও সঙ্গিনী;
ইদানীং সদা ব্যস্ত দেখছি তোমাকে--

পায়েস রান্নার কৌশল আশা করি, ভোল নি এখনও
--- এখনও বর্ষাই নয়, মূর্খ আমি
বেখেয়ালে, দেখেছো, শীতের কথা এখনই ভাবছি!

চিঠিতে লিখছি এইসব হাবিজাবি কথা
চাও যদি, ভাঁজ খুলে, পড়ে নিতে পারো...




প্রণব বসুরায়  প্রণব বসুরায় Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৬ Rating: 5

1 টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.