প্রলাপ-
ঝিঁ ঝিঁ ডাকা রাত্রিতে
মেসোপটেমিয়ার বন্দরে দাঁড়ালে ,
সন্ন্যাসী চাঁদও আদর নেয়
বিরোহী সমুদ্রের বুকে ;
বড় দীঘ' পথ
জোলের মাঠের বুক চিরে
তেপান্তর --অরশিনগর যেতে ;
বুবুক্ষু সময় শিস্ দেয়
তাকে দখিন বাতায়নে ,
ঈশান কোণে ব্রহ্মদৌতের মাঠ
প্রগঐতিহাসিক বাপ-ঠাকুরদার
আটচালা হয়ে দাঁড়িয়ে
আনে রুপকথার ঘ্রাণ...
এখনও ...
বঙ্গোপসাগরের ফসিল স্রোত
মুছে দিয়ে যায় --
ইভের প্রথম সংঙ্গমের স্বেদ
ঝিনুক জলে ...
মিথোজীবি জীবন জানে
সম্পকে'র নোনা স্বাদ ,
তবুও সবার বুকে--
আয়েত্রী নদী --বার বার
জাগে...
অনিরুদ্ধ দাস
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন