ছাড়পত্র
রাতের দরজায়
বেওয়ারিশ লাশেদের দামের ইস্তাহার
সময়ের স্রোতে উচ্ছিস্ট পেরিয়ে আজ শকুনের দলে সামিল হলাম
মনের চাদরে রক্তের ছাপ
মগজে পড়েছে বিস্তীর্ণ তালা
প্রতি মৃত্যুর শেষে কণ্ঠে অনুচ্চারিত
জাতীয়তাবাদ
যাপনের সংঘাতে চাপা পড়েছে
মন কবিতা পড়েছে বর্ম
শব্দ খুঁজে বেড়ায় শহরের অলিগলি
ছেঁড়া অক্ষরে মুখ ঢাকে ধর্ম
রাষ্ট্র বলছে সন্ত্রাসের রঙে রাঙা হয়েছে শান্তির দুখিনী বর্ণমালা
কার্ফিউ ঢলে পড়েছে নিশব্দ ঘুমে
রাত জুড়ে শুধু কুকুরের চিৎকার
ঘড়ি খুঁজে বেড়ায় রাস্তায় রাস্তায়
সময়ের তালিকা
সন্ত্রাসে মুখ ঢাকে সূর্য
পারমিতা চক্রবর্ত্তী
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন