ঘরে ফেরার কবিতা
ঘর,
সবার শেষ গন্তব্য
সাধারণ এক নাবিকের মত অজানার উদ্দেশ্যে
জাহাজ ভাসানোর আগে প্রিয়জনদের আলিঙ্গনের
মতই আমি ঘরকেও আলিঙ্গন করে যাই
দীর্ঘপথ পাড়ি দিয়ে একটা পরিযায়ীও ঘর খোঁজে।
ভাঙা পালক জানান দেয় ফেরার সময় এসেছে।
ডানায় লেগে থাকে ক্লান্তি মোছে উত্তরের খোলা জানালা
পথের পাতায় অভিজ্ঞতার পাঠ; জীবনদর্শন
অচেনা ঘাসফুল কুড়িয়ে ঘরে ফেরার স্বপ্ন…
মিলেমিশে একাত্ম হয়ে ওঠে ঘরের দাওয়ায় এলে
তন্ময় দেব
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৬
Rating:

ছোট্ট কবিতায় বড় একটা পথ পরিক্রমা করা গেল । সুন্দর ।
উত্তরমুছুনছোট্ট কবিতায় বড় একটা পথ পরিক্রমা করা গেল । সুন্দর ।
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনছোট্ট কবিতায় বড় একটা পথ পরিক্রমা করা গেল । সুন্দর ।
উত্তরমুছুন