জয়া চৌধুরী

jaya

দূর করো

ইতিমধ্যে আমার  অন্যান্য কাজগুলো করতে শুরু করেছি
তোমার ঘুমিয়ে থাকার অবসরে যেভাবে একলা থেকে যেতে হয়
এসব মানিয়ে নিতে হয় জানি সবই
যেমন জানা থাকে মৌর্য সভ্যতার উত্থান ও পতন
অথবা ত্রিকোণমিতির সহজ সমাধান আর ডিফারেনশিয়াল ক্যালকুলাস
আজকাল কবিতাও লোকে অঙ্ক দিয়ে করে শুনলাম
ভালোমন্দ কিছুই বুঝি না , খামোখা শ্বশ্রূহীন দেড়েল পন্ডিতি সার
মন খারাপ হওয়া যেন খরগোশের  গায়ের মত নরম জিনিষ ওটা
ম্যাকডোনাল্ডের পাল্লায় পড়ে তেতো কথা চালাচালি হয়ে যায় স্রেফ
নিজের দোষ তোমার ঘাড়ে চাপিয়ে দিই একে বলো শহীদ হওয়া
শেষমেশ তোমার কাছেই মাথা কুটি প্রভু –
অহংকার দূর করো আমার


বিরহ

আগিনা থাকে নিশিযাম ভরে তোমার জন্য পাওয়া কষ্টগুলো
তোমার জন্য বলা যায় না সেসব, কেননা
তুমি কী পেলে না ভেবে পাওয়া দুঃখ নয় সেসব
যাকে আমি নাম দিই ভালবাসা। আসলে
তোমাকে আমি পাচ্ছি না ভেবে টনটন করছে রগ আর
জল গড়িয়ে যাচ্ছে ছুতোনাতায় ... ঘটনাচক্র বলে একে।
তা না হলে ভালবাসি শব্দ বলাই যায় না যে।
চলে যদি যেতেই হয় তোমাকে তাহলে আমাকে তো
তাইই মেনে নিতে হবে
কেননা শরীর থাকলেই বা অন্য কাজে মনের বাইরে যাবে কী করে!
আসলেই বিরহ মানে বিশেষ রূপে থাকা ... সোনামন


প্রতারণা

আজকাল প্রতারণা শব্দটি বলবার সময় অনেক কিছু ভাবি
আঙুল তুলি সহজেই অন্য কারো তর্জনী
তারণ করেন স্বয়ং হরি একথাও তো জেনে রাখি।
সে জানাও সত্য যদি তারণ তবে কার কাছে চাই
এমন কে সে জন্মে গেছে আমার শিখা বন্ধকী?
প্রণয় মানে চাওয়াই যদি দেবার মতও কর্ণ আমি
দ্বিমুখী এই তারণ খেলায় তারক কে সে বিচারপতি
নিজের ভুলের নিজের স্খালন প্রতারণার সাধ্য কি !
উঠি জাগি লগ্ন থাকি আয়ত্বাধীন জীবন জুড়ে



জয়া চৌধুরী জয়া চৌধুরী Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.