যীশু সম্পর্কিত
প্রায় একবছর পর ডিপ্রেশন থেকে বের হলেন যীশু । হ্যাঙ্গারে ঝুলছিল ডোরাকাটা ক্রুশকাঠের জামা । খুব দ্রুত গলিয়ে নিলেন গায়ে । আভ্যন্তরীন পকেটের পিস্তলটি মুঠো করে চেপে ধরলেন । আহত বাঘের রাগী চোখের মতো টগবগ ফুটছিল দুটি বুলেট । ক্রমশ শক্ত আর খাড়া হচ্ছিলো পিস্তল ।
রাস্তায় অনেকদিন পর । মাথায় চাড়া দিয়ে উঠছে বরফের পাহাড় , ত্রিশূল মুখ । অসহায় যীশু খুঁজছিলেন কুমারি মায়ের পেট থেকে বেরনো বে – আব্রু ডিসেম্বর । গৃহবন্দী থেকে থেকে তাঁর স্পাইনাল কর্ডটি লতানো প্যাঁচানো প্রতারণা , চোখের জহ্লাদ বদলে ফেলছে লিঙ্গ । পুড়ে ছাই যৌথ নিলাম । যীশু ঈশ্বর নন , কোনো কালেই ছিলেন না । ইতিহাস ভুল কথা শোনায় । যীশু আসলে নজরবন্দী ক্যাকটাস ।
কাঠগড়ায় দাঁড়ানো ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার সময় পকেটের পিস্তল জানান দিচ্ছিল কোনো হত্যা বা প্রেমের জন্য মাত্র দুটো বুলেটই কাফি নয় ...
জেরুজালেমের শ্রেষ্ঠ স্তনে অনেকদিন মুখ রাখেননি যীশু ...
রত্নদীপা দে ঘোষ
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন