হিংস্র পৃথিবী
পৃথিবী আজ অশান্ত মানুষেরাই নিষ্ঠুরতা
দিকে দিকে হাহাকার, আর্তনাদ, ভাসে কান্নায়।
ভাসছে লাশ খালের জলে,নদীর পাড়ে,
বোমার আঘাতে,গুলির আওয়াজে
পৃথিবী যেন আজ বারুদের স্তূপ,
চারিদিকে তাই নিঃস্তব্ধ,নিশ্চুপ।
কথায় কথায় বন্দুকের নল বোমার খবরদারি,
রক্ত নাকি জলের স্রোত কেউ রাখেনা তার নজরদারি।
পাড়ায় পাড়ায় মস্তানেরদল হাতে বোমা,পকেটে পিস্তল
সদা ব্যাস্ত গলাকাটার তরে
যেন পাগলা কুকুর,চোখ উপড়ে নেয় তাকালে,
ধড় থেকে মাথাটা আলাদা করে দেয়
রাতের আঁধারে একলা গেলে হাতের নাগালে।
মেয়েরা যেন ভোগের সামগ্রী
যখন পাবে তখন খাবে,তারে ছিঁড়ে,
ফাঁকা মাঠে, খালের ধারে,নদীরচরে পোড়ো বাড়ির পরে,
দিনের আলো নিভলে ওরা জ্বালায়,কামের আগুন।
বিস্ফোরিত চোখ জ্বলজ্বল করে ক্ষুধার্ত শিকারীর মতো।
বাড়ি থেকে এক পা বাইরে তাহলে ছাড়বেনা কুকুরের দল,
তার দেহে আঁকবে বিকৃতিকাম লালসার চিহ্ন।
মেটাবে অতৃপ্ত যৌবন তৃষ্ণা,
যতক্ষন আছে যৌবনরস,আছে বাঁচার বল।
রক্ত চক্ষু ওদের দেখবো কত ?
প্রাণে সয়না যে আর মারবো নাকি মরবো ?
ভাব্বো নাতো আর মারবো এবার মরতে যদি হয়।
ভাঙবো ওদের বুকের পাঁজর মেটাবো তৃষ্ণা ওদের রক্তে,
সরাবো এবার পৃথিবী থেকে হিংসা আর ভয়ের চাদর।
নাহলে ওরা খাবে আমাদের মারবে নিষ্ঠুর পাশবিকতার, মুছে দেবে মানবিকতার চিহ্ন,হৃদয়হীন হিংস্রতায়।
সরাবো আঁধার,জ্বালাব আশার বাতি।
ভাঙবে সকল বাধা চলারপথে,
বাঁচবো আমি,বাঁচবে তুমি,সবাই সবার সাথে।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন