পৃথা রায় চৌধুরী

preetha

নাস্তিক নই 

কলম শানাচ্ছি
ছড়িয়ে পড়া ঘিলু রক্তের মাঝে
ধর্ম ধর্ম পচা গন্ধের হিমঘরে;

থুঃ! হাজার উদ্যত চাপাতি
কাকে মারো? কার শাস্তি লেখো?
লাশের সারির মধ্যে কাঁদেন
পরাজিত ভিন্নতর ঈশ্বর।

তবু আস্তিক থাকি
ধন্য তুমি সৃষ্টিকর্তা...
মানুষ গড়েছো মনুষ্যত্বহীন!

দাও ক্লীবের সাহস
রুখে দিই, নিঃশেষ করি,
তোমার স্বঘোষিত সন্তানকুল।



একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন