নন্দিনী পাল

Nandini


ধর্মের প্রার্থনা 

হে ঈশ্বর, তোমার পায়ে নতজানু
ধ্বংস হোক এই ধার্মিক বিশ্বাস –
বইছে রক্তনদীর ধারা,
দানবের শ্বাপদচক্ষু নিঃস্পন্দ আঁধারে
আঘাত হানছে বারেবারে ধর্মের নামে।
চেয়ে দেখো নির্বাকের অশ্রু
নিঃশব্দে শুকিয়ে যায় কবরে ও শ্মশানে।
উল্লাশে লেলিহজিহ্বা লুব্ধ হায়েনারা
ওৎ পেতে বসে আছে ধার্মিকতার মুখোশের আড়ালে।
তারুন্যের স্বপ্নে মিশিয়ে দিয়েছে আজ
ধর্মের নামে হিংসার বিষ নিঃশ্বাস ।

হে ঈশ্বর, তোমার পায়ে নতজানু
জাগিয়ে দাও প্রেমের আশ্বাস
ক্লেদক্লীষ্ট পৃথিবীর গ্লানি দাও মুছে,
ব্যথাক্ষুব্ধ হৃদয় সিক্ত করো প্রেম বরিষনে।
 ধর্মের কালো ছায়া যাক মুছে,
অন্ধ তমসা দূর হোক প্রজ্বলিত জীবন হোমশিখায়।
রক্তলোভী ,স্বার্থান্বেষী প্রলয় অন্বেষনে ,
তাদের সংহার করো-আত্মার মিনতি!
ব্যর্থ তরুনের হৃদয়ে আজ জাগুক সৃষ্টির আকুতি।


নন্দিনী পাল নন্দিনী পাল Reviewed by Pd on জুলাই ২৫, ২০১৬ Rating: 5

1 টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.