এই ভাদরে ভূতের বিয়ে
পেত্নী হল বউ,
শাঁকচুন্নী শালী বলে
হাঁউ-মাঁউ-খাঁউ.....।
উঠলো হেসে ভূত জিজাজি
বিয়ের মন্ত্র ভুলে,
পেত্নী দিল চিমটি কেটে
টোপর গেল খুলে।
এই না দেখে ভূতের পিসি
হড়হড়িয়ে এসে,
ভূতের লম্বা কান দুখানি
মলে দিল কষে।
ভ্যেঁ ভ্যেঁ করে,হাত পা ছুঁড়ে
কাঁদতে লাগে ভূত,
হকচকিয়ে পুরুত মশাই
দিল দেদার ছুট।।
তন্দ্রা মন্ডল
Reviewed by Pd
on
জুলাই ২৫, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
জুলাই ২৫, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন