তোমরা ও আমরা
তোমাদের ঐ লাঠি আছে
আমাদের আছে কলম,
তোমরা করো কা-কা-কা-কা
আমরা বকম্ বকম্।
তোমাদের ঐ ইঁট আছে
আমাদের আছে শব্দ,
তোমরা নানা ধ্বনি হলেও
আমাদের দেয়ালে জব্দ।
তোমরা লালচক্ষু হলেও
ও চোখে চোখ রাখব,
ভাষাতে ফোটাব খই
তোমাদের মন সাধব...
যতই তোমরা রক্ত ঝরাও
যতই পারো খিস্তি,
আমরা লিখব সুদ-আসলে
অত্যাচারের কিস্তি!
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন