পথের শিশু
চলতে পথে পড়লো চোখে
ছোট্টো একটা সাঁকোর পাশে
ফুটপাতে তে একলা শিশু
ঘুমেতে চোখ জুড়িয়ে আসে।
কোথায় আছে স্বজন যে তার
কোথায় আছে যে তার মা
কখন তারা ফিরবে কাছে
একথা সে কিছুই জানে না।
আমার ঘরের ছোট্টো শিশু
আরাম করে দোলনাতে রয়
কাছছাড়া কেউ করে না তো
পাছে সে খুবই পায় ভয়।
পথের শিশু সেও তো মানুষ
মায়ের কোলের ওমটুকু যে
পায় না তো সে অনেক সময়
পথেই ঘুমিয়ে পড়ে সে।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন