সাক্ষী
বিক্ষুব্ধ পায়রাদের কিছু খই ছড়িয়ে দাও
দানা পানিই যাবতীয় চমৎকারের কারণ
সয়েল টেস্ট বলেছে এ মাটিতে ফাঁকা আওয়াজ
জেনেও লাগালাম লোকলজ্জার ঢেঁড়শ আর মাকাল
ডাগর হয়ে উঠেছে সুন্দরী বিষবৃক্ষটি
ইদানীং তাঁর তলায় রাঁধি বাড়ি খুচখাচ আদরও
ঘরোয়া বিপ্লবে অনেক প্রতিপক্ষ আর প্রচুর ঘৃণা
এজলাসে দাঁড়িয়ে হাঁটু কাঁপছে , অন্যের গেলে আমার কি
ঘরে ফিরে দেখছি সেটাও আদতে মকারি
দেয়ালগুলো মুচকি হেসে বলে , ‘দেব নাকি ফাঁস করে?’
সাক্ষীগোপাল ছানা ভালোবাসলে ক্ষীর দেওয়া হোক
বল , ‘ফেট্টির জয়’ , বল , ‘এতদিনে সব ভুলে গেছি’
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন