শর্মিষ্ঠা ঘোষ

sharmistha

সাক্ষী

বিক্ষুব্ধ পায়রাদের কিছু খই ছড়িয়ে দাও
দানা পানিই যাবতীয় চমৎকারের কারণ

সয়েল টেস্ট বলেছে এ মাটিতে ফাঁকা আওয়াজ
জেনেও লাগালাম লোকলজ্জার ঢেঁড়শ আর মাকাল

ডাগর হয়ে উঠেছে সুন্দরী বিষবৃক্ষটি
ইদানীং তাঁর তলায় রাঁধি বাড়ি খুচখাচ আদরও

ঘরোয়া বিপ্লবে অনেক প্রতিপক্ষ আর প্রচুর ঘৃণা
এজলাসে দাঁড়িয়ে হাঁটু কাঁপছে , অন্যের গেলে আমার কি

ঘরে ফিরে দেখছি সেটাও আদতে মকারি
দেয়ালগুলো মুচকি হেসে বলে , ‘দেব নাকি ফাঁস করে?’

সাক্ষীগোপাল ছানা ভালোবাসলে ক্ষীর দেওয়া হোক
বল , ‘ফেট্টির জয়’ , বল , ‘এতদিনে সব ভুলে গেছি’



শর্মিষ্ঠা ঘোষ শর্মিষ্ঠা ঘোষ Reviewed by Pd on জুলাই ২৫, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.