মৌসুমী মিত্র

mousumi

ঘাতকের প্রতি

কবিতার দেশে
ঘাতকের আনাগোনা,
মৃত্যু মিছিলে
বাড়ছে শবের সারি ৷

ঘাতক বন্ধু
ভেবোনা ধাতব
অস্ত্র তোমার ধার,
প্রেমের অস্ত্রে
কবিতাও শানে
চমকাতে তরবারী ৷

এসো ঘুরে দাঁড়াই ~

কিসের ধর্ম ? কোন ধর্ম ? কার ধর্ম ?
যে ধর্ম তোমার আমার মাঝে আড়াল তোলে ,
লাশ ফেলে তোমার আমার ভাইয়ের ,
রক্তস্নাত হয় মাঠ , ঘাট , পৃথিবী -
সে ধর্মের মুখে রুখে দাঁড়াতে কুন্ঠাবোধ ?

এসো , সাহস থাকে হাত বাড়াও ,
সমস্ত কুন্ঠা ত্যাগ করে উগরে দাও ঘৃণা ৷
ওদের একঘরে করার শপথ গ্রহণ করো ,
এখনও সময় নাহলে বড্ড দেরী হয়ে যাবে ৷৷




একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন