কোয়েলী ঘোষ

koyeli


আতঙ্ক

যতবার বলেছি -আর যুদ্ধ নয়
ততবার কেঁপে উঠেছে শহর আতঙ্কে
 হাওয়ায় ছড়িয়েছে সন্ত্রাস --
কনসার্টের বাজনা গেছে থেমে ।
বেজেছে মৃত্যুর ঘণ্টা ,শ্মশানের স্তব্ধতায়
হারায় উতসব ,আর্ত হাহাকারে ভারী বাতাস ।
ধর্ম ,বিশ্বাস ,আস্থা ভেঙ্গে চুরচুর --
দলাপাকানো শরীরের মাঝে ।

আর কতদিন এই মৃত্যু ? এ বিদ্বেষ ?
তীব্র ঘৃণায় আর যন্ত্রণায় ,
মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে মহামানব ।
   





                                     ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ