আষাঢ় মাসের কান্না
মেঘগুলি সব কান্না করে
আষাঢ় মাস এলে
দিনে রাতে যখন খুশি
দেয় বৃষ্টি ঢেলে
কি দু:খ মেঘগুলির সব
কে বলতে পারে
ব্যাং ডাকলেই বৃষ্টি ঝরায়
মাঘের কান্না বাড়ে
জলে জলে ভরে দেয়
সৃষ্টি করে বন্যা
দু:খ বাড়ায় কষ্ট বাড়ায়
আষাঢ় মাসের কান্না।
মিষ্টি হাতে সৃষ্টি
মিষ্টি হাতে সৃষ্টি করে
প্রাণযে দিলো তাতে
তাইতো সেটা নড়ে চড়ে
সকাল বিকাল রাতে
চলতে হবে আসল পথে
এই জন্যই সৃষ্টি
ক'জন তা মেনে চলে
রাখে সেথা দৃষ্টি
টাকার পিছে ঘুরে সবে
বানায় বাড়ি গাড়ি
হালাল আয় হলো কিনা
ভাবছেনা কেউ তারই
চাবি দেওয়ায় চলে সেটা
চাবি দিয়েই বন্ধ
আর দেখেনা আলোর ছটা
হয়ে যায় অন্ধ
অন্ধ হলে বন্ধ ঘরে
থাকতে হবে গিয়ে
ক'জন তা ভাবে বলো
এ সকল নিয়ে !
কেমনে
কেমনে বলি
মুখে তালা
গলায় পড়ি
কষ্ট মালা
কেমনে চলি
পথে কাঁটা
বাধার পথে
যায়না হাটা
কেমনে করি
ভালো কাজ
ঘুষে সেজেছে
রাজ্য আজ ।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন