পিয়ালী বসু

piyali

সিমেট্রি, মৃত্যুদিন এবং বিদ্বেষী পিছুটান  

বিদ্বেষ বাড়ছে
স্বরবর্ণের তফাৎ ছুঁয়ে
অলৌকিক আকাশ আর অপার্থিব আলো ছুঁয়ে
সত্যিই বিদ্বেষ বাড়ছে

সিমেট্রিতে অনিবার্য ধ্বংস নীরবতা
বিদ্বেষ বাড়ছে
চলমান দৃশ্যের বাইরে 'বহু' থেকে 'একক' হওয়া মানুষের মনে
মাত্রাতিরিক্ত বিদ্বেষ বাড়ছে

প্রভুত্বের প্রয়োজনে বিনষ্ট প্রকৃতির কোল ছুঁয়ে
বিদ্বেষ বাড়ছে
প্রতিটি রাতে সম্পর্কের ধ্বংসাবশেষ পেরিয়ে প্রত্নতাত্ত্বিক শরীর জুড়ে
তবুও বিদ্বেষ বাড়ছে

বৈরুত বারান্দায় শূন্যগর্ভ অন্ধকার ছুঁয়ে
বিদ্বেষ বাড়ছে
ঢাকা কিংবা কলকাতা চেতনা বধির হওয়া হৃদয়ে
হীনতম অপচয়ে বিদ্বেষ বাড়ছে

ক্ষোভ ক্রোধ ক্ষমতার নিস্ফলতায়
ভেঙে পড়া দমিত ভস্মপিন্ড নিয়ে
পরাজয়ের প্রবল গ্লানি নিয়ে
পরাজিত প্রতিভূর বুকের অলিন্দে ব্যর্থতার বিদ্বেষ বাড়ছে

বিজ্ঞান এবং প্যারালাল ইউনিভার্সের  ব্যাখ্যাতীত ভ্রম
শহরময় সতর্কতা পুরনো চিৎকার আর আকাশছাঁটা ডানা ঘিরে
এ জাতিস্মর শহরে ... সত্যিই বিদ্বেষ বাড়ছে



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ