সৌমেন সাহা

Soumen

মৌন প্রতিবাদ

স্বপ্নের বেড়াজালে বন্দি দিকভ্রান্ত বেচারা সময় ৷

এ কোন স্বাধীনতার যুগ ?
যেখানে বর্ণের মাপকাঠি আটকে থাকে
হিজাবের খাঁজে !

সভ্যতার চোরাবালি দিয়ে ক্রমশ তলিয়ে যাই আমরা
তবু, হাত দুটো আকাশের দিকে তুলে
কিছুতেই বলতে পারছি না “ বাঁচাও ” ৷



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ