শুভ আঢ্য

suvo

জানানো হয়ে থাকে যেমনটা 

দাম কম হলে দোষ বাড়ে প্রচলিত মুদ্রার
যেমন ধর্ম থেকে উঠে গেছে প্রেম জেনে
জেব্রাগুলো অস্বীকার করে তাদের জিভের রংও লাল
মানতে চায় না কিছুতেই তাদেরও একজন আছে
মাথার ওপর যার কাজ কেশর এখন খালি ফুলে ফুলে ওঠে

ফুল থেকে ফুল হয়ে ওঠা জানিয়েই জেব্রাগুলোকে
চেনানো হয়েছে রং, তাদের সাদা থেকে কালোকে
বলা হয়েছে আলাদা করার কথা,

সাদার ওপরে কালো না কালোর ওপরে সাদা স্ট্রিপ দিয়ে
তারা ক্রোমোজম ছেড়ে এখানে ঘাস খাচ্ছে?

জানানো হয়েছে রং দু’প্রকার, শ্রেণী বিভাজনে তারা ঘোড়ার কথা
যতটা জানে খচ্চরের কথাও ততটাই

দাম কমে গেছে, সুতরাং দোষ বেড়েছে প্রচলিত মুদ্রার
ধর্ম থেকে জেব্রাগুলোও চিনতে পারে না
আর কিছুতেই জিভের রং, তাদেরকে এমনই জানানো হয়েছে



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ