কেয়ার অফ আকাশ
দৃশ্য নির্মাতাগণ, এই মুহূর্তে আপনাদের নির্মাণশিল্পটি বিপন্ন
শিল্পের চেয়ে শিল্পী বড় হয়ে উঠছে
অনুগ্রহ করে আপনাদের বাসভবনগুলি, আপনাদের জীবনীমূলক গ্রন্থগুলি
এবং সকল প্রকার নৈবেদ্য উপাচার দৃশ্য সমেত ক্যানভাসের বাইরে বেরিয়ে আসুন
আপনাদের নাম নিশান সৃষ্টি থেকে মুছে ফেলার সময় আগত
বহুত্ববাদের আঙিনায় টুকরো টুকরো আমরা
বিবিধ আর মিলনের মাঝে সোনার পাথরবাটির খুঁজে চলেছি
নির্মাণে ভুল থাকছে আপনাদেরও
আলোকিত জীবন বুঝিয়ে দেবার জন্য অতীতের ব্যাখাকারদের আর পাচ্ছি না
কোথায় সেইসব মানুষ যারা বলতে পারেন ---সবার উপরে মানুষ সত্য ?
আপনাদের মাহাত্ম্য সম্বলিত পুঁথি শব্দ শবের শ্মশানভুমি
ভুল প্রবচন ভুল ব্যাখ্যাকারের মুখে, বাতাসে অগ্নুৎপাত দৃশ্য ,
অস্তসূর্য রঙ সিলুয়েটে স্রষ্টাকুলের শ্রেষ্ঠত্ব নির্ধারন প্রতিযোগিতার দৃশ্যাঙ্কন
রক্তবর্ণের আধিক্য ক্যানভাস জুড়ে
হে দেবগণ , আপনাদের নিয়ে মানুষের প্রতিদ্বন্দ্বিতার দৃশ্যে
যে রক্তক্ষয়ী কুরুক্ষেত্রের অবতারণা
আপনাদেরই অদৃশ্যলোক যাত্রায় তার পরিসমাপ্তি ঘটুক
আর যদি থাকতেই চান বদলে দিন ছবিটা
আপনাদের শ্রেষ্ঠত্ব নির্ধারক মানুষ দৃশ্যে আর রাখবেন না
হাজার লক্ষ কোটি মনুষ্যত্ব প্রচারক মানুষ চাই
শ্রেষ্ঠ এই শিল্পটিকে ভগ্নদশা থেকে উদ্ধার করুন
দয়া করে আপনাদের উপস্থিতির সকল চিহ্ন সমেত
চিরকালের জন্য প্রস্থান করুন, বিকল্পে
আপনাদের দেয় ভালোবাসা ,গৌরব মানুষ মানুষের মধ্যে বিলিয়ে দিচ্ছে --
এমন একটি দৃশ্য নির্মাণ করা যায় কিনা একবার ভেবে দেখুন -----
3 মন্তব্যসমূহ
অনবদ্য
উত্তরমুছুনভাল হয়েছে
উত্তরমুছুনভাল হয়েছে
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন