আত্মপ্রবঞ্চনা
স্থানান্তরিত বাক্যের কোন মূল্য নেই
বাজার দর দেখে আজ এক কথা কাল আর এক
মুহুর্তের খোরাক জোগায় যদিও আম জনতার তরে
বিবেক থেকে বিবেকানন্দ সেভাবে হন নি
কথা আর আদর্শ ছিল এক প্রথম থেকে শেষ
শুধু পরস্বতা, কোন এক লক্ষ্য ধরে
অবিশ্রান্ত বাক্যবর্ষন, শুধুই বাতুলতা অন্ত:সারবিহীন
তাই নিক্ষিপ্ত সুবাক্যেরও বুঝি কোন লক্ষ্য থাকে
অধিকাংশ তাদের মেনে নিতে অক্ষম ;
কিন্তু মুখে লেগে থাকে মহত বিবেকানন্দের বাণী
যে সেসব নীরব বিপ্লব জড়িয়ে থাকে
আগ্নেয়গিরির মত তা লুকিয়ে থাকে
কোনোদিন বিস্ফোরণের অপেক্ষায় ।
অধার্মিক মানুষের ধর্মের ঢাল নিয়ে যে আত্মপ্রবঞ্চনা
তার ইতিহাস রোজকার পাতায় লেখা হয়ে থাকে।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন