ইন্দ্রানী সরকার

indrani

আত্মপ্রবঞ্চনা 

স্থানান্তরিত বাক্যের কোন মূল্য নেই
বাজার দর দেখে আজ এক কথা কাল আর এক
মুহুর্তের খোরাক জোগায় যদিও আম জনতার তরে
বিবেক থেকে বিবেকানন্দ সেভাবে হন নি
কথা আর আদর্শ ছিল এক প্রথম থেকে শেষ
শুধু পরস্বতা, কোন এক লক্ষ্য ধরে
অবিশ্রান্ত বাক্যবর্ষন, শুধুই বাতুলতা অন্ত:সারবিহীন
তাই নিক্ষিপ্ত সুবাক্যেরও বুঝি কোন লক্ষ্য থাকে
অধিকাংশ তাদের মেনে নিতে অক্ষম ;
কিন্তু মুখে লেগে থাকে মহত বিবেকানন্দের বাণী
যে সেসব নীরব বিপ্লব জড়িয়ে থাকে
আগ্নেয়গিরির মত তা লুকিয়ে থাকে
কোনোদিন বিস্ফোরণের অপেক্ষায় ।
অধার্মিক মানুষের ধর্মের ঢাল নিয়ে যে আত্মপ্রবঞ্চনা
তার ইতিহাস রোজকার পাতায় লেখা হয়ে থাকে।



ইন্দ্রানী সরকার ইন্দ্রানী সরকার Reviewed by Pd on জুলাই ২৫, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.