পরকীয়া
বন্ধ ঘরের আড়ালে তোকে
একান্তে পাওয়ার উন্মাদনা।।
আমারও তো এক হতেই চেয়েছিলাম ;
আটকেছিল সমাজ সেদিন ;
দিয়ে জাতের নামে ক্ষুদ্র গঞ্জনা।।
তবু তোর ঠোঁটের প্রথম স্পর্শ সদা আমারই বর্তাবে।।
আমার মনও সদা তোর অবাধ্যতাই সইবে।।
ফ্যাকাসে ঘরের জীর্ণ ঘুলঘুলি ;
এসব জানবে শুধুই ওখানে থাকা কবুতর গুলি।।
জানবে সমাজ ছিন্ন মোরা ;
ভিন্ন জাতের দহনে পোরা।
তবু যদি সম্মুখে দাঁড়াই অভয় বর্তীয়ে।।
দুষবে সবাই তোকেই তখন পরকীয়া সক্রিয়ে।।
ভালোবাসা বিনা হয়নি যেথা
সফল মনের কোন ক্রিয়া।।
কিভাবে তবে ক্ষুদার্থ এমনের চাহিদা
নিবারণে সক্ষম হবে আমাদের পরকীয়া।।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন