সুপম রায়

supam


গুলশনী ভয় 

রেস্তোরাঁতে গ্রেনেড – বুলেট – কালাশনিকভ – তলোয়ার ।
আটক আছে পণবন্ধিরা । অত্যাচারীর অত্যাচারের ভয় ।
দেশের মাটি ভিজছে চোখের জলে । অনেকজনের রক্ত অপচয় ।।

নলীর কাছে নলের তাক । শব্দ নয় আর কষ্টে গেলার চাপ ।
ভাঁজ করে সব শরীর – মন  আর শ্বাস । তেষ্টা এখন শুধুই বাঁচার নাম ।
খুন হয়ে যায় এক এক সীমার দিল্‌ । রক্ত গড়ায় শহর থেকে গ্রাম ।।

ফ্লোরের সাথে শোয়ার গভীর শোক । শিরার সাথে পীড়ার বলিদান ।
হারিয়ে গেলে খুঁজবে এখন কোথায় ? তোমার সাথে কোথায় পরিচয় ?
রেস্তরাঁর সেই দুই চুমুকের কাপে লাল কালিতে আটকে
হয়ত আছে আমার তোমার গুলশনী সেই ভয় ।।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ